ইউক্রেন - এক অচেনা দেশের কথা/ সজল কুমার মাইতি

ইউক্রেন - এক অচেনা দেশের কথা সজল কুমার মাইতি ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ। রাশিয়ার পরে আয়তনে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। এই দেশের পূর্বে ও উত্তর পূর্বে আছে রাশিয়া। উত্তরে বেলারুশ, পশ্চিমে বিস্তৃত পোলান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি। আর দক্ষিণে আছে রোমানিয়া ও মলডোভা দেশ। এই দেশের উপকূলবর্তী অঞ্চলে বিস্তৃত রয়েছে আজভ সাগর ও কৃষ্ণ সাগর। এই দেশের আয়তন ৬০৩৬২৮ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ। ইউক্রেন ইউরোপের অষ্টম জনবহুল দেশ। দেশের সর্ববৃহৎ শহর কিভ এই দেশের রাজধানী। ইউক্রেনের জনসংখ্যা জাতিগতভাবে ৭৮ শতাংশ ইউক্রেনিয়, ১৭ শতাংশ রুশ বাকি অন্যান্য ধর্মের মানুষ। ধর্মীয়ভাবে ইউক্রেনে ৮৭ শতাংশ খৃস্টীয় ধর্মাবলম্বী। এই দেশের প্রধান ও সরকারি ভাষা ইউক্রেনিয়। এছাড়াও বেলারুশ, বুলগেরিয়ান, ক্রিমিয়ার তাতার, রুশ ভাষা, গ্রিক, হিব্রু ও অন্যান্য ভাষা ও প্রচলিত আছে। এই দেশের কারেন্সি হল হার্বনিয়া। জনপ্রতি আয় এই দেশে ৪৯৫৮ ডলার। এটি একটি একদেশীয় রাষ্ট্রপতি শাসিত দেশ। দেশের বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেন একটি উন্নয়নশীল দেশ। মানব উন্নয়ন সূচক অনুসারে এই দেশের স্থান ৭৪ তম। ইউক্রেন