করমের ব্রতকথা : করমু ও ধরমুর গল্প /সূর্যকান্ত মাহাতো

জঙ্গলমহলের জীবন ও প্রকৃতি পর্ব - ৩৪ করমের ব্রতকথা : করমু ও ধরমুর গল্প সূর্যকান্ত মাহাতো বর্ষায় চারা রোপণের কাজ সমাপ্ত হয়েছে। এবার সেগুলোকে সযত্নে বাঁচিয়ে রাখতে হবে। কোনও অপদেবতার কু - দৃষ্টি কিংবা কোনও অশুভ শক্তির ছায়া যেন ফসলের উপর না পড়ে। সে কারণেই অশুভ শক্তির হাত থেকে ফসলকে সুরক্ষিত রাখতে জঙ্গলমহলের কুড়মি, মাহাতো, খেড়িয়া, ভুমিজ, সহ একাধিক সম্প্রদায়ের মানুষ বেশ মহা সমারোহে "করম" ঠাকুরের পূজা করে। ব্রত রেখে একাদশী পালন করে। আর অদ্ভুত ব্যাপার হল এই ব্রত রাখে একেবারেই ছোট ছোট ছেলেমেয়েরা। দিনভর তারা নানান উপচার ও অনুষ্ঠানের পালন করে থাকে। দিন শেষে সন্ধ্যা নামলেই সকলে ফুল, পাতা, প্রদীপ সহ পুজোর নৈবেদ্য নিয়ে "করম থানে" উপস্থিত হয়। পুজো হয়। পূজা শেষে ব্রতচারীদের "করম" দেবতার মাহাত্ম্য কথা শোনানো হয়। একেবারে গল্পের আকারে। বক্তার গল্পের প্রতিটি বাক্যের শেষে ব্রতচারীরা 'হুঁ' দেয়। গল্প শুরুর পর, মধ্যিখানে এবং গল্পের শেষে দেবতার উদ্দেশ্যে ফুল ছোঁড়া হয়। গল্পে ব্রত পালনে নিয়মভঙ্গের কী করুণ পরিণতি হতে পারে, এবং দানের মাহাত্ম্য কথাই ব্যক্ত হয়েছে। এই