বিমান কুমার মৈত্র-র দুটি কবিতা

বিমান কুমার মৈত্র-র দুটি কবিতা খুঁটি পূজা এক হৃদয় বিষন্নতা নিয়ে ছেঁড়াখোঁড়া বাতাস প্রায়ই আমার অপটু হাতের অক্ষর বিক্রিয়া কে নষ্ট করে অক্ষরের আকন্ঠ পিপাসা সকালে ফুল ফোঁটার শব্দের প্রতি দায়বদ্ধতা আমার দিকে ক্ষুদার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে কলম চোখের জল ফেলে অথচ সূর্য সংসারের দায়বদ্ধতা নিয়ে মেঘ আর প্রতিকূল বাতাসের বিপরীতে আকাশগঙ্গায় সাঁতার কেটে চলেছে কাল বাদ পরশুই তো নতুন বছর। উৎকৃষ্ট উপাদান উৎকৃষ্ট মানের কবিতা লিখতে গেলে -- একজন প্রথিতযশা আমায় বললেন আগে কবিতাকে পথে বসাতে হবে গবেষণা করে দেখা গেল প্রেম দেহতত্ব সৃষ্টিতত্ত্ব আর রিপু আদিই মানবজীবনে কাব্যাদি সাহিত্যের অন্যতম উৎকৃষ্ট উপাদান সুতরাং আমি কবিতা বিষয়ক কিছু প্রখ্যাত উক্তির সচিত্রিত সারাৎসার বাল্মিকীর ক্রৌঞ্চ মিথুন থেকে দ্বাপরে কৃষ্ণ বাসুদেবের মহাভারত পর্য্যন্ত একটি উঁচু প্যাঁচালো দ্বিমুখী সিঁড়ির মাথা থেকে মূলাধার পর্য্যন্ত হিমালয়ের পাদদেশে টাঙিয়ে দিলাম আপনি অবশ্য দেবাদিদেবের স্থান মাহাত্ম্য সমৃদ্ধ যে কোন স্থানই নির্বাচন করতে পারেন এ ব্যাপারে তাঁর সাধনাস্থলগুলিতে স্বর্গ মর্ত্যের সমস্ত ধরনের ঋদ্ধ পাঠক পাবেন