No Time To Die : বিদায় বন্ড, বিদায় ক্রেগ / রাকেশ সিংহ দেব

No Time To Die : বিদায় বন্ড, বিদায় ক্রেগ পরিচালক - ক্যারি জোজি ফুকুনাগা অভিনয় - ড্যানিয়েল ক্রেইগ, রামি মালেক, লিয়া সেডক্স, লশানা লিঞ্চ, বেন হুইশ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিস্টোফ ওয়াল্টজ, রালফ ফিয়েন্স, আনা ডি আরমাস প্রমুখ। মুক্তি - ৩০ সেপ্টেম্বর, ২০২১ রেটিং - 4/5 সম্ভবত এটিই সবথেকে প্রতীক্ষিত বন্ড ফিল্ম। স্পেক্টারের পর বিদায়গ্রহণের বদলে যখন আরো একটি ছবির ঘোষণা দিয়েছিলেন ড্যানিয়েল ক্রেগ ঠিক তখন থেকেই ভক্তরা গুনতে শুরু করেছিলো অপেক্ষার প্রহর। ২৫তম জেমস বন্ড ছবি নিয়ে দর্শকের উৎসাহ ও প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তার ওপরে এটিই জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের পঞ্চম ও শেষ ছবি। করোনার কবলে পড়ে ছবির মুক্তি পিছিয়েছে দেড় বছর। কিন্তু দেরিতে মুক্তি পেলেও দর্শককের চাহিদার চেয়েও বেশি কিছু থাকলো জেমস বন্ডের নতুন অ্যাডভেঞ্চারে। একটা প্রারম্ভিক সুত্র ধরে গল্পের শুরুটাকে গাঁথা হয়েছে বেশ সুন্দরভাবে। এরপর আস্তে আস্তে তা ডেভেলপ করা হয়েছে। স্টোরি ট্রিটমেন্ট দারুণ এবং মুভির গল্প একটা গতি নিয়ে এগিয়ে যাওয়ায় দর্শকদের খেয়াল থাকেনা এটি সব চাইতে দীর্ঘ বন্ড ফিল্ম। প্রথম দৃশ্যেই পুরো ছ