অর্ণব মিত্রের তিনটি কবিতা

অর্ণব মিত্রের তিনটি কবিতা চিত্র- কবি। পায়রা দুটো পায়রা দুটো ঘরে ঢোকার চেষ্টা করছে জানলার কার্নিশের কাছে এসে-মুখ বাড়িয়ে তাকিয়ে আছে, আমার শাসনের অপেক্ষায়। আমি বসে আছি ঘরের ছায়ায় আরাম-চেয়ারের সাচ্ছন্দে, দেখছি জানলা দিয়ে বাইরের আকাশ, ফাল্গুনের রোদে ঝলমলে লাল মাটির পথ, দেখা যায় একফালি পুকুর ও তার জলে হাওয়ার নকশা, পাতায় ফাঁকে ফাঁকে ফুলের খেলা ও দূরে লাল মাটির গলিতে জবাফুলের অবনত ভঙ্গী, দেখছি আমের শাখায় বকুল এসেছে, তার থেকে ভেসে আসে ককিলের গান , একটি কিশোর আদিবাসী ছেলে চলেছে তার মহিষের সাথে পুকুরের দিকে। মনে মনে ভাবি , পায়রা দুটোকে ঘরে ঢুকতে দিলে ভাল হতো ওরাও দেখত ছায়ায় বসে উজ্জ্বল আলোর জীবন। ফিরে আসা বৈদ্যুতিক আলোর সীমানা পার হয়ে অন্ধকারের ভিতর ঢুকছিলাম ঢুকছিলাম স্বপ্নের ভিতর, বাস থেকে নেমে হালকা জ্যস্নায় দেখি লালমাটির পথ চলে গেছে দূরে, গাছের জ্যস্নাছায়ায় ছোট ছোট দোকান দুপাশে, ঝিঁঝিঁর শব্দ ভেসে আসে নিচু জমি থেকে, বাঁদিকে দেখি- সেই মাটির সিনেমা হল, স্নিগ্ধ সান্ধ্য হাওয়ার সাথে সাথে যার থেকে ভেসে আসত কত গান, আরও কিছুটা গেলে বাঁদিকে বেঁকে গেছে মাটির পথ। জ্