আমি আমার মতো /পর্ব -১৭/সুকন্যা সাহা

আমি আমার মতো পর্ব -১৭ সুকন্যা সাহা জন্মদিন জন্ম দিনে ফুল ফুটেছে বেশী? নিজের হাতে লাগানো টবটাতে? জন্মদিনে আকাশ আলো আরও? ফাগুন হাওয়া দখিন দিকের ছাতে? জন্মদিনের বসন্ত বিকেলে দোলন চাঁপা গাছের নীচে যাব ফুল পড়বে ঝরকে ঝরকে আশীর্বানী মাথায় তারই পাব। জন্মদিনে দিগন্ত লাল হবে.... কৃষ্ণচূড়া পলাশ আর শিমূলে কোঁচড় ভরে রাখব স্মৃতিগুলো আঁচল রঙীন হবে যে লাল ফুলে । জন্মদিনে দিদার হাতের পায়েস ছোটো ছোটো ভালো লাগার সুখ মায়ের মতো দিদাও আজ ছবি হারিয়ে গেছে ভালো বাসার মুখ.... তবুও আজ জন্মদিন আসে বয়স বাকল ঝরে পড়ে রোজ পুড়ে যেতে যেতে উজ্জ্বল হই আরও .... চলতে থাকে জীবন সত্যের খোঁজ .... জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇 জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপ https://chat.whatsapp.com/JWMuazCj0LLA1FNgunt5HY আরো একটা বসন্ত কাটিয়ে দিলাম । জীবন বৃক্ষ থেকে খসে পড়ল আরো একটা পাতা ... মেঘ রোদের খেলায় কেটে গেলো এতগুলো বছর । পিছন ফিরে দেখলে দেখি কত কি হারিয়েছি ... পেয়েছি তার থেকেও বেশী ।কি পাইনি তার হিসাব মিলাতে মন নয় রাজি ... কত টুকরো টুকরো স্বপ্ন ছিল , মিলিয়ে গেছে জলছবির মতো ... আজ মন