পৃথিবী ২০৭৭ /পর্ব-৩/রাজ অধিকারী

পৃথিবী ২০৭৭ রাজ অধিকারী পর্ব ৩ প্রায় ঘন্টা দুয়েক অজ্ঞান থাকার পর চোখ পিটপিট করে তাকালো পাপান। ষণ্ডামার্কা যমদূত এবং ফিনফিনে আঙ্কেল ওর মুখের ওপর হুমড়ি খেয়ে পড়েছিল। চোখ খুলে ওই দৃশ্য দেখতেই পাপান ভয়ে লাফিয়ে উঠলো এবং লাফালেই ফিনফিনে আঙ্কেলের সাথে মাথা ঠোকাঠুকি হয়ে গেল। "উরে বাবারে! মেরে ফেললো রে!" বলে চেঁচাতে লাগলো সেই ফিনফিনে আঙ্কেল। যমদূত এদিকে খুশিতে নেচে নেচে গাইতে আরম্ভ করলো বাচ্চা ছেলেদের মতো, "উঠেছে! উঠেছে! খোকা আমাদের মরেনি! উঠেছে!" কাছেই একটা পাথরের ওপর বৃদ্ধা বসেছিলেন। উঠে এলেন হট্টগোলের আওয়াজে। - আহ! তোরা থামলি! বৃদ্ধা মহিলার গলা এতক্ষণে শোনা গেল। পাড়ায় ঝামেলা লাগলে কলতলায় সে মহিলা সবথেকে উঁচু গলায় ঝগড়া করেন, এই মহিলা আলবাত তাদের একজন। পাপানের কাছে এলেন বৃদ্ধা। পাপান মাথায় হাত বোলাচ্ছিল। বেশ জোরেই লেগেছে ঠোকাঠুকি। পাপানের মাথায় আলতো করে হাত রাখতেই, সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো - আপনি কে? ওরা কারা? আর আমরা আছিই বা কোথায়? - ওরে বাবারে! এত প্রশ্ন একসাথে? বেশ। আমি গজনলিনী তালুকদার। তুমি আমাকে গজাদিদা বলে ডাকতে পারো। সবাই তাই ডাকে। আর ওই বুড়ো খোকা, যে ল