২০২১ নতুন বছর নতুন লেখা (তিনটি অণুগল্প)/ অভিজিৎ সাউ

২০২১ নতুন বছর নতুন লেখা তিনটি অণুগল্প অভিজিৎ সাউ দুর্ভোগ রোজকার মতো অমিত আজও টিউশনি পড়িয়ে লোকাল ট্রেনে করে নিজের মেসে ফিরছিল। উস্কোখুস্কো চেহারা, একগাল দাড়ি, আধ-ময়লা ঘামে ভেজা জামা দেখে বোঝার উপায় নেই ছেলেটি ইংরেজিতে এম.এ, বি.এড পাস করেছে। গন্তব্যের আগের ষ্টেশন আসতেই সিট ছেড়ে উঠে গেটের কাছে স্যুট-বুট পরা অফিস ফেরত বাবুদের পাশে এসে দাঁড়ালো। ওকে দেখে অনেকেই নাক সিঁটকে একটু দূরে যাওয়ার চেষ্টা করলো কিন্তু ভিড় ট্রেনে সে উপায় ছিলনা। একজন অবজ্ঞার সুরে বললো "এই যে ভাই, একটু এগিয়ে দাঁড়াও তো"। আবার একজন বললো "এই যে, আপনি হাতটা উপরে তুলুন"। কী জানি লোকটা বোধহয় তাকে পকেটমার ভাবছিল। ষ্টেশন আসতেই সে নেমে গিয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। শিক্ষকের অবদান রোজকার মতো একটি সরকারি স্কুলের গণিত শিক্ষক অমলেন্দু বাবু ট্রেনে করে বাড়ি ফিরছিলেন; এমনসময় তাঁর কম্পার্টমেন্টের বিশিষ্ট বুদ্ধিজীবীদের আলোচনার মুখ্য বিষয় ছিল সবচেয়ে সুখের চাকরি কোনটি? সংখ্যা গরিষ্ঠের মতানুসারে শিক্ষকতার পেশা সবচেয়ে সুখের। কারণ শিক্ষকদের ডিউটি টাইম অনেক কম, ক্লাসে ছা