পল্লব তেওয়ারী

প ল্ল ব তে ও য়া রী আশ্রয় একটার পর একটা দিন মুছে যায় স্মৃতির পাতা থেকে স্বপ্নের মায়াবী উড়ান আর জীবন্ত অক্ষরে জেগে আছো তুমি। রাস্তার দু'ধার থেকে নুড়ি আর পাথর কুড়িয়ে তৈরি করেছিলে স্বপ্নের ইমারত, সফেদ মেঘের মাঝে মেলেছি ডানা। নতজানু হয়ে সমর্পণ করেছি ভালোবাসার পায়ে নিজেকে পারো যদি আর একবার হাত ধরো হৃদয় প্রসারিত হোক পার হয়ে যাই দুজনে সকল বিঘ্নের পারাবার। রূপনগর আবছা দূরের গাছগুলো শ্রান্ত মানুষের মতো বোঝা মাথায় বাড়ি ফিরছে চালচুলোহীন উঠোনে অপেক্ষারত একদল শিশু- পথ কিছুতেই মসৃণ নয় শিকড়গুলো অনেক গভীরে সব রাস্তায় পিতাকে ছায়া দ্যায় পুত্র বিবর্ণ বিন্দুগুলো ঝরে পড়ছে রক্তচক্ষু থেকে জীবন্ত শরীরগুলো এভাবেই ভস্মীভূত দেখি সকলের অগোচরে যখনই একা ফিরি মনে শুধু ভেসে ওঠে স্মৃতি-বিস্মৃতির রূপনগর। গচ্ছিত রেখেছি ইচ্ছামৃত্যু সমস্ত রাতের কাছে জমা থাকে অঙ্ক;জীবনের, লাভক্ষতির বিপন্নতার পথে হাঁটতে হাঁটতে হারিয়ে ফেলেছি শক্তি পথচলার, একটি জীবনদায়ী গাছের বাকলের নীচে গচ্ছিত রেখেছি ইচ্ছামৃত্যু-প্রেম সমস্ত ঢেউ যেদিন আছড়ে পড়বে পায়ের নীচে সেদিন নদীর মোহনার মতো আমরা মিশে যাব বৃহৎ এক অলকানন্দায়।