দিনের শেষে একটু হাসুন ৩১ অক্টোবর ২০২০

দিনের শেষে ৩ ১/১০/২০২০ ১) ৯০ বছর বয়সে প্রয়াত "জেমস বন্ড"-চরিত্রের সফল স্কটিশ অভিনেতা থমাস সিয়ন কনারি! ২) কোভিড টিকাকরণে সব রাজ্যকে কমিটি গঠনের নির্দেশ দিল কেন্দ্র! ৩) বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজারেরও বেশী ওভার বাউন্ডারি হাঁকানোর কৃতিত্ব অর্জন করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল! ৪) চিনা কমিউনিস্ট পার্টির অন্দরমহলে জল্পনা শুরু - আজীবন প্রেসিডেন্ট পদে থাকতে চান শি জিনপিং ! ৫) টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া(TRAI) জানিয়েছে যে Reliance Jio-র গ্রাহক সংখ্যা এই মূহুর্তে ৪০.৫৬ কোটি! ৬) অভিনেতা ভিক্টর ব্যানার্জি বোস্টনে ওন্টারিও ফিল্ম ফেস্টিভ্যাল এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত! ৭) আজ আই পি এল-এর ৫২-তম ম্যাচে মুখোমুখি রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ, শারজা ক্রিকেট স্টেডিয়ামে ! ৮) বেঙ্গালুরুর অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান "Public Affairs Center"-এর সমীক্ষা অনুযায়ী সুশাসনের বিবেচনায় কেরল ভারতের সেরা রাজ্য! ৯) রাশিয়ান ভ্যাকসিন Sputnik-V'এর হিউম্যান ট্