দিনের শেষে

দি নে র শে ষে ৩১/৭/২০২০ ১) দেশের কোন্ স্তরের মানুষের মধ্যে প্রথম করোনা-ভ্যাকসিন বিতরণ করা হবে, তা' নিয়ে কেন্দ্রীয় স্তরে আলোচনা শুরু হল। ২) রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৯১১ সালে ব্রিটিশদের বিরুদ্ধে মোহনবাগান ক্লাবের ঐতিহাসিক IFA শিল্ড জয়ের কাহিনী এবার পড়ানো হবে ৮ম শ্রেণীর পাঠক্রমে! ৩) এই প্রথম ১৫ আগস্টে প্রধানমন্ত্রীর ভাষণ লাইভ দেখবে পাক সীমান্তের শেষ গ্রাম। ৪) লন্ডনে ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন সৌরভ গাঙ্গুলী-র প্রথম প্রশিক্ষক অশোক মুস্তাফি! ৫) আমেরিকার সেনসাস বিভাগের সাপ্তাহিক পালস্ সার্ভে অনুযায়ী সেই দেশের ২ কোটি ৩৯ লক্ষ মানুষের সপ্তাহের কোন একটা সময় ঘরে পর্যাপ্ত খাবার ছিল না ! ৬) করোনা-র বীভৎসতায় দুবাইতে হতে চলা জনপ্রিয় " রাগবি সেভেন প্রতিযোগিতা" বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করল বিশ্ব রাগবি সংস্থা! ৭) স্পেশাল সুইশ প্রসিকিউটর স্টেফান কেলার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা " ফিফা"-র প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফাস্তিনো-র বিরুদ্ধে ফৌজদারি মামলার আইনি প্রক্রিয়া শুরু করলেন! ৮) সদ্য সমাপ্ত লা-লিগায় " ড্রিবলিং কি